চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাবুল মিয়া (৩৫) ওরপে ফুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বাবুল মিয়া উবাহাটা ইউনিয়নের উলুকান্দি গ্রামের লাল মিয়ার পুত্র। গত রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে গাজী মোঃ মুসলেম উদ্দিন ও চুনারুঘাট থানার এ.এস.আই আলমাছ এর নেতৃত্বে একদল পুলিশ উলুকান্দি গ্রামে অভিযান চালিয়ে বাবুল মিয়াকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, থানায় দায়েরকৃত একটি মামলায় বাবুল মিয়াকে ৩ বছরের সাজা দেন আদালত। এর পর থেকে তিনি পলাতক ছিলেন।