স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের বুরহানপুর ট্রাষ্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। ট্রাষ্টের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ইংল্যান্ড প্রবাসী সোহেদ আহমদ গতকাল রবিবার ৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট ৪৮ জন শিক্ষার্থীর বৃত্তির নগদ অর্থ ও সনদ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন-আয়না মিয়া মেম্বার, বুরহানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল ইসলাম, সাবাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল, ফিরোজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী বেগম, গুলডোবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ নিজাম উদ্দিন প্রমুখ।