স্টাফ রিপোর্টার ॥ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীভূক্ত সিলেট বিভাগীয় আন্তঃসাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় তৃতীয় স্থান লাভ করেছেন বৃন্দাবন সরকারী কলেজের বিএ পাস কোর্সের শিক্ষার্থী এম কাউছার আহমেদ। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় সিলেট এমসি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিযোগীতায় উপস্থিত বক্তৃতায় তিনি তৃতীয় স্থান অর্জন করেন।
উল্লেখ্য, ইতিপূর্বে এম কাউছার আহমেদ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীভূক্ত বৃন্দাবন কলেজ আন্তঃসাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় উপস্থিত বক্তৃতায় প্রথম ও জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করেন।