স্টাফ রিপোর্টার ॥ মানুষ মানুষের জন্য। তাই-তো হত-দরিদ্র মানুষ সহ নানা সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের পাশে থেকে ইতিমধ্যে প্রশংসিত হয়েছেন দানশীল ব্যক্তিত্ব এম এ মুনিম চৌধুরী বুলবুল। এবার মানুষের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের পাশে দাঁড়ালেন হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকার বাসিন্দা ও যুক্তরাজ্যস্থ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের অন্যতম কর্ণধার ভাইস প্রেসিডেন্ট এম এ মুমিন চৌধুরী বুলবুল। রবিবার দুপুরে খাবার বহন করতে জেলার প্রায় ৩শত পুলিশ সদস্যের জন্য ‘হট ক্যারিয়ার’। গতকাল তিনি ক্যারিয়ারগুলো তুলেদেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের হাতে। এ সময় তিনি জেলা পুলিশের কর্ণধারদের অনুরোধে ভবিষ্যতে তাদের নানা সমস্যায় পাশে থাকারও আশ্বাস দেন। এতে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ কামরুল ইসলাম, দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন, সাংবাদিক রহমত আলী, এশিয়ান টিভি’র প্রতিনিধি এস এম সুরুজ আলী ও ইঞ্জিনিয়ার মাহবুবু মিয়া সহ পুলিশ কর্মকর্তাগণ।