প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইমদাদুল হক চৌধুরীর সমর্থনে আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে উমরপুর গ্রামে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে উমরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্দলপুর বি.সি উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক রামেন্দ্র সুন্দর ভট্টাচার্য্যরে সভাপতিত্বে এবং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আব্দুল কবির, মাওঃ সফিক মিয়া চৌধুরী, মাওঃ আব্দুল করিম, বর্তমান ইউপি সদস্য নাসির মিয়া, সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন, সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান চৌধুরী, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কয়েস মিয়া, আব্দুল ওয়াহেদ, কাজল দাস, অভিনাশ দাস, বাপ্পন পাল, হবিবুর রহমান, আব্দুল গফুর, আঃ মনাফ, মুনির মিয়া, ফরিদ আহমেদ, আঃ ওয়াদুদ, আঃ মতিন, সিতু পাল, সেকুল ইসলাম, রনধির সুত্রধর, আবিদুর রহমান, হরিপদ সিংহ, সত্য পাল, পরবেশ মিয়া, হাফিজুর মিয়া, সেন্টু মিয়া, বাবুল পাল, মন্টন পাল, আফজল মিয়া, মাসুম মিয়া, লোকমান মিয়া, জালাল মিয়া, রঞ্জন সুত্রধর, সত্তার মিয়া, তাজুল ইসলাম, আকবর আলী, রূপা মিয়া, নুর ইসলাম, ক্ষিতিশ সুত্রধর, অমোক পাল, লিপ্টন পাল, সফিক মিয়া, সমুজ মিয়া, সালেহ আহমেদ, আঃ ওয়াহেদ, সাজন মিয়া, আমিরুল হক, বাবুল হুসেন, নজিমুল হক, আঃ মুকিত প্রমুখ। সভায় বক্তাগণ সর্ব সম্মতিক্রমে আলহাজ্ব ইমদাদুল হক চৌধুরী-কে সমর্থন দিয়ে নির্বাচনে কার্যক্রমে সর্বাত্বক সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।