এম এ আই সজিব \ সদর উপজেলার ছোট বহুলা গ্রামের বড় বাড়ির আতাব আলীর ছেলে আব্দুল আজিজ এর সাথে একই গ্রামের ফকির বাড়ির জালাল উদ্দিনের ছেলে কুতুব উদ্দিন এর সাথে পূর্ব বিরোধ রয়েছে। এর জের হিসেবে গত ১৯ ফেব্র“য়ারী প্রতিপক্ষের লোকজন আজিজকে কুপিয়ে একটি হাত বিচ্ছিন্ন করে ফেলে। গুরুতর আহত অবস্থায় আজিজ সিলেটে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার দুপুরে মারা যায়। নিহতর লাশ বাড়িতে আনলে ছোট বহুলা গ্রামে শোকের মর্মাহত হাজারো জনগন তাকে শেষবারের জন্য দেখতে আসে। বিকালে স্থানীয় মাদ্রাসার মাঠে বাদ আছর তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মুসলি অংশ গ্রহণ করেন। এ সময় রিচি ইউপির সাবেক চেয়াম্যান রইছ আলী, বর্তমান চেয়াম্যান মিয়া মোঃ ইলিয়াচ, জেলা আওয়ামী-লীগের সাংগঠনিক মশিউর রহমান শামীম, মর্তুজ আলী, জেলা আওয়ামী-লীগের সহ- সম্পাদক এডঃ সালেহসহ রিচি ইউপির সব গ্রামের গন্যমন্য মুরব্বীগণ উপস্থিত ছিলেন। এ সময় সকলেই তার আত্মার মগফেরাত কামনা করেন এবং তাকে হত্যা করার পেছনে যাদেও হাত তাদেরকে আইনের আওতায় এন ফাসির দাবি জানান।