স্টাফ রিপোর্টার \ পঞ্চগড়ে শ্রী শ্রী সন্তু গৌড়িয় মঠের অধ্যক্ষ যঙ্গেশ্বর মহারাজকে দুস্কৃতিকারী কর্তৃক নিশংসভাবে হত্যার প্রতিবাদে হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার গতকাল সকালে স্থানীয় টাউন হলের সামনে মানববন্ধনের করে।
হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জাতীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য এডঃ অহিন্দ্র দত্ত চৌধুরীর সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এডঃ স্বরাজ বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, এডঃ রঞ্জিত দত্ত, জেলা জাসদ সভাপতি এডঃ তাজ উদ্দিন সুফি, জেলা বাসদ সমন্বয়ক এডঃ জুনায়েদ আহমেদ, ইসকনের অধ্যক্ষ গৌর দাশ ব্রহ্মচারী, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পিযুষ চক্রবর্তী, জেলা বারের সহ-সভাপতি মুরলি ধর, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডঃ নির্মল ভট্টাচার্য্য রিংকু, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, অপুম কুমার দেব মনা, এডঃ তোষার মোদক, সজল দেব প্রমূখ। মানববন্ধনে জেলা পূজা উদযাপন পরিষদ এর নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিবিদ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা অধ্যক্ষ যঙ্গেশ্বর মহারাজ হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার সম্পাদন করার দাবী জানান।