প্রেস বিজ্ঞপ্তি \ সাবেক সফল সমাজ কল্যাণ মন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগ হবিগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ৬ বারের নির্বাচিত এমপি, এনামুল হক মোস্তফা শহীদ এর কফিনে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন করে জানাযায় অংশ নেন হবিগঞ্জ জেলা যুবলীগ নেতৃবৃন্দ। চুনারুঘাটে জানাযায় অংশ নেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, হাজী শামছু। এর পূর্বে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে জানাযায় অংশ নেন জেলা যুবলীগ সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান শামীম, সজল রায়, রন্টু পুরকায়স্থ, এস এম আব্দুর রউফ মাসুক, শেখ উম্মেদ আলী শামীম, শওকত আকবর সোহেল, বিপ্লব রায় চৌধুরী, মোতাহের হোসেন রিজু, ফেরদৌস আহমেদ, পৌর যুবলীগের সভাপতি শফিকুজ্জামান হিরাজ, সাধারন সম্পাদক তাজ উদ্দিন তাজ, এডঃ এনামুল হক, জাহির আহমেদ, ধ্র“ব জ্যোতি দাস টিটু, দিলুয়ার খান প্রমূখ।