চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাট উপজেলার হাসারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিদায় উপলক্ষে গতকাল শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি সদস্য আঃ জলিলের সভাপতিত্বে ও শিক্ষক পংকজ কান্তি দেবের পরিচালনায় সংবর্ধনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি শিক্ষা অফিসার প্রিয়ংকর কুন্ডু, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডঃ শাহ ফখরুজ্জামান, প্রধান শিক্ষক কৃষ্ণ ভট্টাচার্য, সাহিত্য সংস্কৃতি পরিষদের আহবায়ক বিদ্যুৎ পাল, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সংবর্ধিত ব্যক্তি সৈয়দা রাহেনা বেগম ও তাছলিমা আক্তার চৌধুরী, প্রধান শিক্ষক দেবাশীষ ঘোষ, শ্যামল দেব, রফিকুল ইসলাম, আঃ কদ্দুছ, ম্যানেজিং কমিটির সদস্য ছিদ্দিক আলী, শরদিন্দু দেব, তমা রানী পাল, বিষ্ণু পাল, প্রাক্তন ছাত্র রাসেল মিয়া, সোহাগ আহমেদ ও আছমা আক্তার মিমি। পরে সংবর্ধিত ব্যক্তিদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।