প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। শহরের পুরাতন বাস ষ্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি জেলা জামায়াতের সেক্রেটারী মুশাহীদ আলী, হবিগঞ্জ পৌর আমীর কাজী মহসিন আহমদ, জেলা শিবিরের সভাপতি খলিলুর রহমান ও সদর উপজেলা আমীর মাও: আব্বাস আলীর নেতৃত্বে একটি মিছিল শুরু হয়ে ১৮ দলীয় জোটের বিক্ষোভ মিছিলে যোগদান করে।
মিছিল শুরুর প্রাক্কালে পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে জেলা সেক্রেটারী মুশাহীদ আলী বলেন, সারা বিশ্বে আগামী ৫ তারিখের নির্বাচনকে তামাশার নির্বাচন বলে চিহ্নিত হলেও সরকার দেশের জনগণের কষ্টার্জিত বিপুল পরিমান অর্থের অপচয় করে প্রতিদ্বন্দ্বিহীন নির্বাচনী নাটক মঞ্চস্থ করতে অপচেষ্টা চালাচ্ছে। স্বৈরাচারী কায়দায় ক্ষমতাকে চিরস্থায়ী করতে সরকার পুলিশ, র্যাব, বিজিবির উপর নির্ভর করে এমন কোন হীন কাজ নেই যা করছেনা। সরকারের সকল প্রকার জুলুম নির্যাতন মোকাবেলা করে জনগণকে সাথে নিয়ে আগামী ৫ জানুয়ারীর তামাশার নির্বাচন প্রতিহত করতে সকল নেতা-কর্মীর প্রতি তিনি আহবান জানান।