নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলা রামকৃষ্ণ সেবা সংঘের কার্য্যকরী কমিটি গঠনকল্পে গতকাল শনিবার সকালে স্থানীয় গোবিন্দ জিউড় আখড়ায় এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। নিহার রঞ্জন দাশ বিতুর সভাপতিত্বে এবং বিকাশ চন্দ্র রায়ের পরিচালনায় সভায় সর্ব সম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট নবীগঞ্জ উপজেলা রামকৃষ্ণ সেবা সংঘের কার্য্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কার্যকরি কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি অশোক তরু দাস, সহ-সভাপতি যথাক্রমে পুন্যবত ধর, সমর চন্দ্র দাশ, শৈলেন্দ্র গুপ্ত (রানু), প্রজেশ রায় নিতন, রমা পদ রায়, সাধারণ সম্পাদক উৎপল চৌধুরী পান্না, সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে প্রমথ চক্রবর্ত্তী বেনু, নানু দাশ, গৌতম চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক মৃদুল কান্তি রায়, সহ-সাংগঠনিক সম্পাদক যথাক্রমে আশিষ তালুকদার, পিন্টু দাশ, সিতেশ মহালদার, অর্থ সম্পাদক পরেশ চন্দ্র রায়, সহ-অর্থ সম্পাদক সমীরন চন্দ্র দাশ, প্রচার সম্পাদক নৃপেন্দ্র পাল, প্রচার সম্পাদক সুব্রত রায়, কথামৃত সম্পাদক নান্টু পুরকায়স্থ, বিদ্যুৎ পাল, উদ্বোধন ও সাহিত্য বিষয়ক সম্পাদক তনুজ রায় নুটন, নিউটন দাশ, উৎসব বিষয়ক সম্পাদক পিন্টু রায়, বিদুর দাশ, সাংস্কৃতিক সম্পাদিকা ফুলন সূত্রধর, শিপ্রা দাশ, সম্মানিত সদস্যবৃন্দ যথাক্রমে, বিধান চন্দ্র রায়, হিমাংশু শেখর রায়, বিকাশ চন্দ্র রায়, বাদল কৃষ্ণ বনিক, কান্তি তালুকদার, সুবল চন্দ্র দাশ, অর্জুন দাশ, সুদীন দাশ, কৃপাসিন্ধু সূত্রধর, টিংকু রায়, হিতুশ রায়, নিতাই আচার্য্য, সুব্রত দাশ, স্বপন দাশ, ডাঃ অরুন চন্দ্র দাশ, ডাঃ অজিত চন্দ্র দাশ, গিরিন্দ্র চন্দ্র দাশ, পিন্টু পাল, চঞ্চল দাশ, কাজল দাশ, শীলা চক্রবর্তী, লাভলী রাণী রায়, সৈকত দাশ, সত্য রঞ্জন দাশ, দিলীপ রায়। নবগঠিত কমিটির উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্যবৃন্দরা হলেন, নিত্যানন্দ দাশ, ডাঃ সত্য রঞ্জন রায়, প্রফেসার যতীন্দ্র দাশ সামন্ত, নিখিল আচার্য্য, মিলন হালদার, ডাঃ অজিত চন্দ্র রায়, পীযুষ কান্তি ঘোষ (রানা বাবু), কৃষ্ণ পদ দাশ, ডাঃ কৃপেশ রায় চৌধুরী, সুশীতল কুমার রায়, শুখেন্দু রায় বাবুল, নিহার রঞ্জন দাশ (বিতু), ক্ষেত্র মোহন দাশ, ইরেশ চন্দ্র দাশ, সুভাষ চন্দ্র দাশ পিন্টু, সিতাংশু রায়।