চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাট পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুলা আল মামুনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে একই গ্রামের একদল দুর্বত্ত। গতকাল শনিবার সকাল ১০টার দিকে হামলার ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্র জানায়, পৌর এলাকার নয়ানী গ্রামে একটি রাস্তার উন্নয়ন কাজ চলছিল। সকালে এ কাজে বাধাঁ দেন একই গ্রামের আনোয়ার আলীর ছেলে তাজুল ইসলামসহ কয়েকজন। এসময় পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারাণ সম্পাদক ও নয়ানী গ্রামের বাসিন্দা আব্দুলা আল মামুন রাস্তার কাজ চালিয়ে নিতে চেষ্ঠা করেন। এক পর্যায়ে তাজুল ইসলামের নেতৃত্বে একদল কতিপয় লোক তাকে ধারালো দা কুপিয়ে গুরুতর আহত করে। সাথে সাথে স্থানীয়রা তাকে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার শরীরে অসংখ্য কুপের আঘাত রয়েছে এবং তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন তার ভাতিজা মনিরুজ্জামান তাহের। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান আমি ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যাই। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জখমীর চিকিৎসা চলছে। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।