মাধবপুর প্রতিনিধি \ মাধবপুরে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, শনিবার ভোর রাতে ধর্মঘর বিওপির সুবেদার আবু হানিফের নেতৃত্বে একদল বিজিবি সদস্য উপজেলার সীমান্তবর্তী এলাকার আলীনগর গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১শ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। অপরদিকে ওইদিন ভোর রাতে তেলিয়াপাড়া বিওপির হাবিলদার গোলাম সারোয়ারের নেতৃত্বে একদল বিজিবি সদস্য তেলিয়াপাড়া চা বাগানের ১৮ নং সেকশনে অভিযান চালিয়ে ৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। দুটি অভিযানে কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।