নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামের বিশিষ্ঠ মুরুব্বী মাহমুদুর রহমান চৌধুরীর ছোট ভাই শফিকুর রহমান চৌধুরী পৌর এলাকার শিবপাশাস্থ নিজ বাসভবনে গত শুক্রবার সকাল ৮ টায় ইন্তেকাল করেছেন। (ইন্না…রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট রোগে ভূগছিলেন। মরহুমের নামাজে জানাযা বিকাল ৫টা ৩০ মিনিটে তার গ্রামের বাড়ী করগাঁও ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামের পূর্বে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন বক্তব্য রাখেন তার বড় ভাই মাহমুদুর রহমান চৌধুরী। এতে ইমামতি করেন তার ভাতিজা মৌলদ আমিন চৌধুরী। জানযার নামাজে নবীগঞ্জ উপজেলা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন।