প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ এম মজিদ খান এমপি বলেছেন, ইউনিয়ন নির্বাচনে দল মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি গতকাল শনিবার বানিয়াচং উপজেলার কাদিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উক্ত ভবনটির নির্মাণ ব্যয় হয় প্রায় ৬৮ লাখ টাকা। দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ঋতু মোহন দাসের সভাপতিত্বে এবং সম্পাদক হাফিজুর রহমান মলাই মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শেখ ফরিদ আহমদ, ইউপি সাংগঠনিক সম্পাদক পঙ্কজ কুমার দাশ সরকার নিধু, ইউনিয়ন যুবলীগ সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মনজু কুমার দাশ, তোফায়েল আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শেখ ইউসা, ইউনিয়ন কৃষকলীগ সেক্রেটারী সাইফুল ইসলাম প্রমূখ।
এমপি মজিদ খান বলেন, বর্তমান সরকারের আমলে বানিয়াচং-আজমিরীগঞ্জে স্কুল, কলেজ, রাস্তা ঘাট, ব্রীজ, খালভার্ট, কবরস্থান, শ্মশানঘাট, মসজিদ, মন্দির, বিদ্যুৎতায়ন ইত্যাদির ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীকে বিজয়ী করার আহŸান জানান। যারা দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।