স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও শহরের কালীবাড়ী রোডস্থ মধুসূদন প্রেসের স্বত্বাধিকারী নলিনী ভট্টাচার্য্যরে ১৬তম মৃত্যু বার্ষিকী আজ। তিনি গত ১৯৯৮ইং সনের ১জানুয়ারী হবিগঞ্জ শহরস্থ ২২/বি, পুরান মুন্সেফী কোয়ার্টারের নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি পরলোকগমণ করেছিলেন। নাট্য ব্যক্তিত্ব নলিনী ভট্টাচার্য্য হবিগঞ্জের নাট্যাঙ্গনকে সমৃদ্ধশালী করতে অসামান্য অবদান রেখে যান। নাট্যাঙ্গনের দীর্ঘ বিচরণে নলিনী ভট্টাচার্য্য অর্ধশতাধিক যাত্রা ও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করে হবিগঞ্জের নাট্যাঙ্গনকে সমৃদ্ধশালী করে গেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৭ বছর। প্রয়াত নলিনী ভট্টাচার্য্যরে বড় ছেলে হবিগঞ্জ প্রেস ক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু ও ছোট ছেলে রাজা স্মরণ ভট্টাচার্য্য শহরের কালীবাড়ী রোডস্থ মধুসূদন প্রেসের স্বত্ত্বাধিকারী।