স্টাফ রিপোর্টার \ সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ও ভাষা সৈনিক, ৬ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এনামুল হক মোস্তফা শহীদ এর মৃত্যুতে দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পরিবার গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতে নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এডভোকেট এনামুল হক মোস্তফা শহীদ এর মৃত্যুতে হবিগঞ্জবাসী একজন অভিভাবককে হারিয়েছে। এ ক্ষতি কোনভাবেই কাটিয়ে উঠার নয়। শোক প্রকাশ করেছেন এক্সপ্রেস পত্রিকার প্রধান উপদেষ্টা আব্দুর রহমান, সম্পাদক মন্ডলীর সভাপতি জগদীশ চন্দ্র মোদক, সম্পাদক মোঃ ফজলুর রহমান, সিনিয়র রিপোর্টার ও দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি আবু হাসিব খান চৌধুরী পাবেল, মোহনা টিভির প্রতিনিধি মোঃ ছানু মিয়া, স্টাফ রিপোর্টার এম কাউছার আহমেদ, কাজী মিজানুর রহমান, এম এ আই সজীবসহ পত্রিকার সকল উপজেলা প্রতিনিধি, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।