স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে লাশবাহী এ্যাম্বুলেন্সের সাথে পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষে এ্যাম্বলেন্সের হেলপার নিহত হয়েছে। এ সময় এ্যাম্বুলেন্সের চালাকসহ আহত হয়েছে আরো ৫জন। গতকাল সকালে ঢাকা-সিলেট মহা-সড়কের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় হোটেল আল আমীনের এ দুর্ঘটনাটি ঘটেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই কামাল জানান, সিলেটের বড়লেখা উপজেলার কাশিমনগর গ্রামের মৃত জয়নাল আবেদীনের কন্যা জাহানারা বেগম (২৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে টিউমার অপারেশনের সময় শনিবার রাতে মারা যান। হাসপাতালে মারা যাওয়ার পর রাত ১টার দিকে জাহানারা বেগমের লাশ নিয়ে একটি এ্যাম্বুলেন্স (ঢাকা মেট্টো-চ-৭৪০০৯১) যোগে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। গতকাল সকাল ৮টার দিকে এ্যাম্বুলেন্সটি ওই স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখেী সংঘর্ষ হয়। এ সময় এ্যাম্বুলেন্সের হেলপার কিশোরগঞ্জের লতিফাবাদের গোলাপ মিয়ার পুত্র হানিফ (১৭) ঘটনাস্থলেই প্রাণ হারায়। গুরুতর আহত এ্যাম্বুলেন্স চালক মুন্সিগঞ্জের বিক্রমপুরের আরমান (৩২)সহ লাশবাহী গাড়ির ৫ যাত্রী আহত হয়। আহতদের দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এ ব্যাপারে হাইওয়ে থানার এসআই কামাল জানান, দূর্ঘটনার পর জাহানারার চাচা মালু মিয়া অন্য একটি গাড়িতে করে লাশ নিয়ে সিলেট রওয়ানা দিয়েছেন। এ ঘটনায় এ্যাম্বুলেন্স ও পাথর বোঝাই ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে।