এম এ আজিজ \
প্রবাদে আছে ইচ্ছা থাকলে উপায় হয় এবং আধার কখনো আলোকে ঢেকে রাখতে পারেনা। কানাগলির ঝুপরিতে বাস ও ইঁদুরভর্তি গুদামে কাজ করা এক ছেলে কি ভাবে তার প্রতিভার উন্মেষ ঘটালো সে বিষয়ে কিছু লেখা যাক। সে ছিল ডকইয়ার্ডের একজন কেরানির ছেলে। পিতা/মাতার স্বপ্ন ছিলো পড়ালেখা শিখিয়ে ছেলেকে মানুষ করবেন। সে লক্ষ্যেই ছেলেকে প্রাইমারী স্কুলে ভর্তি করালেন। লাজুক মেধাবী ছেলেকে নিয়ে পিতা/মাতার অনেক স্বপ্ন। কিন্তু বিধি বাম। ছেলের বয়স যখন মাত্র এগার বছর তখনই পিতা চাকুরীচ্যুত হলেন। জীবিকার সন্ধানে পরিবার নিয়ে পিতা চলে গেলেন অন্য শহরে। কিন্ত চাকরীরতো আর ব্যবস্থা হয় না। ফলে পরিবারে নেমে আসে চরম দরিদ্রতা ও অন্ধকার। বন্ধ হয়ে যায় ছেলের পড়ালেখা। পেঠের দায়ে সংসার চালাতে ঘরের আসবাবপত্র এমনকি ছেলের পাঠ্য বইপুস্তকও বিক্রি করা হয়। নিরবে নিভৃতে ছেলে কাঁধে। তার পরেও শেষ রক্ষা হলনা। ঋনের দায়ে পিতাকে জেলে যেতে হল। সন্তানদের ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে অন্নের জন্য মা তার চার সন্তানকে সাথে নিয়ে স্বেচ্ছায় কারাবরণ করেন। এগার বছরের লাজুক ছেলে অনেক চেষ্টা করে রঙের দোকানে চাকরী পায়। বেতন মাত্র সপ্তাহে ছয় শিলিং। কাজ হল ইঁদুর ভর্তি গুদামে বসে রঙের কৌটায় লেভেল লাগানো। উপার্জনের পয়সা থেকে এক পেনি দিয়ে কানাগলির ভিতরে একটি ছোট খুপরী ভাড়া নিল। পিতা/মাতা ভাই বোন সব জেল খানায়। উজ্জল ভবিষ্যতের স্বপ্নে বিভূর ছেলে কিছু দিনের মাঝেই নোংরা খূপরীতে থাকতে থাকতে হাফিয়ে উঠে। চাকরী ছেড়ে দিয়ে নিজে নিজেই আবার স্কুলে ভর্তি হলেন। নিজের মনেই গল্প বানিয়ে লিখতে শুরু করেন। পাছে লোকে কিছু বলে ভয় নিয়েও গল্পগুলো কপি করে সহপাঠিদের মাঝে চুপিসারে বিতরন করেন। এমনি ভাবে সকলের কাছে পরিচিত ও জনপ্রিয় হয়ে উঠেন। অর্থ সংকটে এবারও তার স্কুলের পড়া শেষ হলনা। স্কুলের পড়ালেখা ছেড়ে এক উকিলের কাছে অফিস বয়ের চাকরী নিলেন। কাজের ফাকে শর্টহ্যান্ড শিখা শুরু করলেন। কোর্স শেষে শুরু করলেন সাংবাদিকতা। তাও সংসদ বিষয়ক সাংবাদিকতা। অল্পদিনের মাঝেই চমৎকার দক্ষতা অর্জনের ফলে একই সাথে আইন আদালত নিয়ে রিপোর্ট করা শুরু করলেন। রিপোর্টিং এর কাজের মাধ্যমে বাড়তে লাগলো আইন সম্পর্কে জ্ঞান, সমাজ সম্পর্কে অভিজ্ঞতা। যার প্রতিফলন ঘটেছে তার পরবর্তি জীবনে। ইতিমধ্যেই এক সুন্দরী রমনীর প্রেমে পড়ে মেয়েটিকে বিয়ে করতে চেয়েছিলেন। মেয়েটিও কথা দিয়েছিল তাকে বিয়ে করার। কিন্তু অজানা এক কারনে হঠাৎ মেয়েটি বিয়ের আগ মূহুর্তে না করে বসলো। হতাশাগ্রস্ত না হয়ে লিখতে শুরু করলেন এক উপন্যাস। যা প্রকাশ হওয়ার পর সাড়া দেশে হৈচৈ পড়ে যায়। অপরদিকে রিপোর্টার হিসাবে তিনি বহু দূর্গম এলাকা ও শিল্পাঞ্চলে ভ্রমনের সংগৃহীত রিপোর্ট নিয়ে লেখলেন স্কেচেস অব বজ যা প্রকাশ করলেন বিলাতের বিখ্যাত দি টাইমস পত্রিকায়। পরবর্তিকালে এই রিপোর্ট গুলিকেই উপন্যাস আকারে ‘দি পসটিউম্যাস পেপারস অব দি পিকউইক ক্লাব নামে প্রকাশ করলেন। বাস্তব জীবনের উপর ভিত্তি করে এধরনের হাস্যাত্মক গ্রন্থ ইংরেজী সাহিত্যে এর আগে রচিত হয়নি। তাই বইটি প্রকাশের সাথে সাথে দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। তারপর আর পিছনের দিকে ফিরে তাকানো নয়। যার আপন ঘর ছিল হতাশা আর দূঃখ দূর্দশাগ্রস্ত, নিজের জীবনটাই ছিল চরম ব্যর্থতায় পরিপূর্ন এক বিস্ময়কর ইতিহাস তিনিই শুরু করলেন। একটার পর একটা জনপ্রিয় উপন্যাস, নাটক ও শিশুতোষ রচনা করে। নিরলস ভাবে লিখতে লাগলেন ‘অলিভার টুইষ্ট, নিকোলাস নিকোলবাই, দি ওল্ড কিউরিওসিটি শপ, বারনবি রোজ, মাষ্টার হামফ্রিস ক্লক, আমেরিকান নোটস, মার্টিন চুজলউইট, শিশু কিশোরের জন্য ডমবি এন্ড সন, এ ক্রিসমাস ক্যারল, ব্লিক হাউজ, লিটল ডরিট, হার্ট টাইমস, নাটিকা দি ফ্রোজেন ডিপ, সাময়িক পত্রিকা হাউজ হোল্ড ওয়ার্ডস’ এবং সর্বাধিক জনপ্রিয় উপন্যাস ডেভিড কপারফিল্ড সমূহ। যে ছেলেটি মাত্র চার বছর স্কুলে লেখাপড়া করেছিল এবং ইঁদুরভর্তি নোংরা গুদাম ঘরে কাজ ও কানাগলির ঝুপরীতে বসবাস করতো সেই লাজুক ছেলেটিই বিশ্বসাহিত্যের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ও বিস্ময়কর মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং বিশ্বের বিখ্যাত সাংবাদিক হয়েছিলেন। তিনি ইংরেজি ভাষায় সতেরোটি জনপ্রিয় উপন্যাস লিখেছিলেন। তাকে এক নজর দেখার ও তার বক্তৃতা শোনার জন্য আমেরিকায় হাজার হাজার নারী পুরুষ তুষারপাত ও নিউমোনিয়ায় আক্রান্ত হবার ঝুঁকি নিয়েও আগুন জ্বালিয়ে রাস্তার দূ’পাশে মাদুর বিছিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। তিনি আমাদের দেশের কিছু তথাকথিত কিতাবী শিক্ষিত লোকের মত অবৈধভাবে প্রাপ্তির আশায় জীবনে কখনো ক্ষমতাবান ও ধনাঢ্যদের কাছে মগজ বন্ধক দিয়ে কোন ফরমায়েশী রিপোর্ট বা কলাম লেখেন নাই। এবং শিক্ষিত/স্বশিক্ষিত ও অল্প শিক্ষিতদেরকে আক্রমণ বা হেয় প্রতিপন্ন মূলক কোন কিছু তার লেখায় স্থান পায়নি। বৈবাহিক জীবনে তিনি সূখ না পেলেও লেখালেখির জগতে জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে তার আয় এবং সন্তানের সংখ্যাও বেড়েছিল। বিশ্বসাহিত্যের ইতিহাসে বিস্ময়কর ও বহু বিচিত্র চরিত্রের এই মহান পুরুষ হলেন চার্লস জন হোফাম ডিকেন্স। যিনি চার্লস ডিকেন্স নামে স্বার্বাধিক পরিচিত ছিলেন। ইংরেজি সাহিত্যের অন্যতম এই দিকপাল মাত্র আটান্ন বছর বয়সে ১৮৭০ সালে ইহত্যাগ করেন। এম এ আজিজ, লন্ডন। ১৬ ফেব্র“য়ারী ২০১৬।