স্টাফ রিপোর্টার \ সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ও ভাষা সৈনিক, ৬ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য এডভোকেট এনামুল হক মোস্তফা শহীদ এর মৃত্যুতে হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এডভোকেট এনামুল হক মোস্তফা শহীদ এর মৃত্যুতে হবিগঞ্জবাসী একজন অভিভাবককে হারিয়েছে। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন- হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, সহ-সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক শাহ্ ফখরুজ্জামান, সাবেক সভাপতি এডঃ মোঃ আমির হোসেন, মোঃ শামীম আহছান, হারুনুর রশীদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি আব্দুল বারী লস্কর, গোলাম মোস্তফা রফিক, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, নির্মল ভট্টাচার্য্য রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেহ মোঃ নূরুজ্জামান চৌধুরী শওকত, কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী, নির্বাহী সদস্য রাসেল চৌধুরী, শ্রীকান্ত গোপ, দৈনিক আয়না সম্পাদক রাশেদ আহমদ খান, দৈনিক খবর প্রতিনিধি নুরুজ্জামান ভূইয়া মামুন প্রমুখ নেতৃবৃন্দ।