নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ পৌর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে নগদ ৪ লাখ টাকাসহ অন্তত ৯ লাখ টাকার ক্ষতি সাধীত হয়েছে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নবীগঞ্জ পৌর এলাকার নহরপুর গ্রামের ব্যবসায়ী জামাল মিয়ার বসত ঘরের ভিতরে আগুন দেখে সব দিকে আতংক ছড়িয়ে পড়ে। তবে কিভাবে আগুনের সুত্রপাত বলতে পারছেন না বাড়ির মালিক। স্থানীয়দের ধারনা বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মূহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা নগদ ৪ লাখ টাকা, ৫ ভরি স্বর্ন, ৩টি দামী মোবাইল ফোনসহ ঘরের সকল মূল্যবান জিনিস পত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ দমকল বাহিনীর একটি টিম ঘটনা স্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রনে আনে। তবে তৎক্ষণে সব কিছু ভূস্মিভুত হয়ে যায়।
নবীগঞ্জ দমকল বাহিনীর স্টেশন অফিসার তৈয়ব আলী হাওলাদার জানান, আমাদেরকে অনেক পরে খবর দেওয়া হয়েছে। আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনি। এ ঘটনার খবর পেয়ে পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী ঘটনাস্থল পরির্দশন করেন।