মাধবপুর প্রতিনিধি \ মাধবপুরে সড়ক ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাতকে পাকড়াও করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেজুড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে-উপজেলার নারায়নপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে আল আমিন (২৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার লক্ষিপুর গ্রামের হাজী বজলু মিয়ার ছেলে শাহজাহান (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উলেখিত দুই জনকে আটক করে।