প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের ভাঙ্গারপুল এলাকায় মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় যুবসমাজের পরিচালনায় ২দিন ব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। উক্ত খেলায় বিভিন্ন গ্রামের প্রায় ৩২টি টিম অংশ গ্রহন করে। খেলা শেষে গত রোববার রাতে ফাইন্যাল ম্যাচ অনুষ্টিত হয়। ফাইন্যাল খেলায় অংশ নেয় ইনাতগঞ্জ একাদশ বনাম কুর্শি একাদশ। খেলায় বিজয়ী হয় ইনাতগঞ্জ একাদশ রানার্স আপ হয় কুর্শি একাদশ। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন, মাষ্টার ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মোঃ খয়রুল ইসলাম হেলাল। খেলা পরিচালনায় ছিলেন, আবুল কাছ, মোঃ বদরুজ্জামান, মিজানুর রহমান, হাবিবুর রহমান, মাসুক মিয়া, সুফায়েল আহমদ, রুমন আহমদ, টিপু মিয়া, ফরাছ মিয়া, হোসেন আহমদ, কাজল আহমদ, নজরুর আহমদ ও হৃদয় আহমদ প্রমুখ।