প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রহসনের নির্বাচনের তফসিল স্থগিত ও নেতাকর্মীদের মুক্তি দাবী এবং যৌথ বাহিনীর অভিযান ও মার্চ ফর ডেমোক্রেসি-তে বাধা দেয়ার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকালে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে বিক্ষোভ সমাবেশ করেছে ১৮ দলীয় জোট। আজিজ আহমেদ মেরাজ মিয়ার সভাপতিত্বে ও হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন-মদরিছ মিয়া, জাহাঙ্গীর চৌধুরী, সুফি মিয়া, ওয়হিদুজ্জামান, মখলিছ আনছারী, মস্তফা কামাল, ফজলু মিয়া, চম্পা সরকার, একেএম সেলিম চৌধুরী, গোলাম আজাদ, বিপ্টু চৌধুরী, এমএন মির্জা, খাইরুল আমিন, ডাঃ লিটন, আহাম্মদ খান, আলমগীর, মানিক, বাচ্চু মিয়া, রুয়েল মিয়া, মজিদ মিয়া, নানু মিয়া, শেখ শাহিনুর, জাকির হোসেন সোহাগ, ফয়জুল আমিন, জসিম উদ্দিন, রুনেল, পারভেজ, তুহিন, সোহাগ, মুর্শেদ, হেলাল, আলামিন, কামরুল, সুমন, জুলহাস, জুনেদ, মাহিদ, রাজু, নুরুল আমীন, মোহন শফিউল প্রমূখ।