স্টাফ রিপোর্টার \ বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে মর্মান্তিকভাবে নিহত ৪ শিশুর পরিবারকে হবিগঞ্জ শহরবাসীর সহযোগীতায় ৩৬ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন “হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম” এর নেতৃবৃন্দ। গতকাল বুধবার বিকালে নিহতদের বাড়ীতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের প্রত্যককের হাতে ৯ হাজার টাকা করে ৩৬ হাজার টাকা আর্থিক সহযোগীতা প্রদান করেন। এর পূর্বে শহরবাসীর নিকট থেকে ৩৬ হাজার টাকা আর্থিক সহযোগীতা তোলা হয়। নেতৃবৃন্দ মরহুমাদের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারকে শান্তনা প্রদান করেন।
এ সময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মতাচ্ছির, পিআইও আর্শিষ কর্মকতার, মিরপুর আলিফ সোবহান ডিগ্রী কলেজের প্রফেন্সর আফতাব উদ্দিন, হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর সভাপতি শেখ সুলতান মোঃ কাউছার, সহ-সভাপতি রিয়াজ আহমেদ পিয়াস, সাধারণ সম্পাদক তরফদার মোঃ জাকারিয়া রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক এম কাউছার আহমেদ, বিদ্যুৎশাহী আলম, সাংগঠনিক সম্পাদক সামছুজ্জামান, প্রচার সম্পাদক শেখ আবু মোঃ ফয়সল, শিক্ষা বিষয়ক সম্পাদক অনিক রঞ্জন দাশ, সদস্য রেজাউল করিম, তোষার লুদি খান, কাউছার প্রমূখ।