চুনারুঘাট প্রতিনিধি ॥ গণতন্ত্র আন্দোলনের অগ্র সৈনিক চুনারুঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান রুমন, যুগ্ম আহ্বায়ক রফিক তালুকদার ও চুনারুঘাট পৌর ছাত্রদলের প্রথম যগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সুজনসহ সকল নেতৃবৃন্দের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন চুনারুঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম। গত সোমবার চুনারুঘাট মধ্য বাজারে একটি ঘটনাকে কেন্দ্র করে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আকবর হোসেন জিতু উল্লেখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে চুনারুঘাট থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিন্দা ও প্রতিবাদ জানান।