মাধবপুর প্রতিনিধি \ ৫০ বছরের শিক্ষক বিয়ে করলেন তার স্কুলের ছাত্রীকে। প্রকাশ, মাধবপুর উপজেলার ছাতিয়াইন স্কুল এন্ড কলেজের শিক্ষক ফজলু মাস্টার ফজলু মিয়া (৫০) এর স্ত্রী স¤প্রতি মৃত্যু বরণ করেন। স্ত্রীর মৃত্যুর মাত্র দেড় মাসের মধ্যে বিয়ে করলেন তারই স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।১৬ বছরের এক ছাত্রীকে বিয়ে করেন, একতিয়ারপুর গ্রামে মোঃ জবেদ আলী ছেলে ফজলু মাস্টার ছাতিয়ান গ্রামে বাসিন্দা তার প্রথম স্ত্রী মৃত্যুর ৪০দিন পর গত শুক্রবার দিবাগত রাত ১০টা সময় তার প্রতিবেশী ছাতিয়ান গ্রামে মোঃ পেরু মিয়া মেয়ে মোছাঃ এলেনা আক্তার (১৬) এর বাবা-মা কে লোভ লালসা দেখিয়ে দেড় বিগা জমি দিয়ে এবং পাঁচ লাখ টাকা কাবিনে নামা করে বাল্য বিবাহ করেন। এব্যাপারে ছাতিয়ান ইউনিয়নে কাজী সাহেবে সাথে ফোনে কথা বলে তিনি জানা যায় যে ফজলু মাস্টর তাকে ফোন করেছিল, কিন্তু তিনি বয়সের কথা জিজ্ঞেস করলে ফজলু মাস্টর বলেন ১৮ বছর পূণ হয়নি, এ শুনে কাজী সাহেব বলেন বিবাহ টি করানো যাবে না, তার পর সে কিভাবে বিবাহ করে পেলছেন, তা আমি জানিনা। এনিয়ে স্কুল এন্ড কলেজে ছাত্রছাত্রী ও এলাকার মানুষের মধ্যে নানা সমালোচনা ও খুতল সৃষ্টি হয়েছে।