স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তি,দেশব্যাপী আওয়ামী বাকশালী সরকারের জুলম নির্যাতন এর প্রতিবাদে সারাদেশের ন্যায় বানিয়াচং উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকালে বিশাল একটি বিক্ষোভ মিছিল সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় সাব রেজিষ্টার চত্ত্বরে এসে শেষ হয়। এসময় উপজেলা বিএনপির সভাপতি এডঃ মন্জুর উদ্দিন আহমেদ শাহীন’র সভাপতিত্বে পথ সভা অনুষ্টিত হয়। বিএনপি নেতা মোঃ খালেদ মিয়ার পরিচালনায় এতে উপজেলা জামায়াত এর আমীর মাওলানা আব্দুর রাজ্জাক খান, বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খানসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।