স্টাফ রিপোর্টার \ বানিয়াচং উপজেলার বালা মধুপুর গ্রামে এক বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত দলের হামলায় আহত গৃহকর্তী অবশেষে মারা গেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়।
উলেখ্য, গত রবিবার রাতে বালা মধুপুর গ্রামে ডাকাতদের হামলায় ইলিরা রাণী দাস আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
রবিবার ডাকাতরা গ্রামের ৪ ঘরে ডাকাতি করে প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় সুজাতপুর ইউপি চেয়ারম্যান এনাম খান চৌধুরী ফরিদ ও স্থানীয় লোকজন রায়হান মিয়া নাকে এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় গতকাল সোমবার বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করা হয়। নিহতদের ঘটনা ও মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরী।