স্টাফ রিপোর্টার \ ২১শে ফেব্র“য়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শহরের পুরাণ মুন্সেফী আবাসিক এলাকার অসহায় দরিদ্রদের মধ্যে উত্তরণ সমাজ কল্যাণ সংসদের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।
গত রবিবার সকালে শহরের পুরান মুন্সেফী এলাকার রামচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সংসদের সভাপতি আহমেদ কবির আজাদের সভাপতিত্বে এবং উত্তরণ সমাজ কল্যাণ সংসদের সাধারন সম্পাদক রাসেল চৌধুরী পরিচালনায় কম্বল বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদের উপদেষ্টা এডঃ আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ সোসাইটি ইউকে এর সাধারন সম্পাদক এম এ মোন্তাকিম, সংসদের সাবেক সভাপতি এডঃ আমিনুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি মামুনুর রশিদ চৌধুরী বাবুল, সংসদের উপদেষ্টা ফয়সল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আহসানুল হক সুজা, সুমন রায়, সাইদুর রহমান রাজু ও নিরঞ্জন গোস্বামী শুভ প্রমূখ।