প্রেস বিজ্ঞপ্তি \ গত ২০ ফেব্র“য়ারি রাতে আটঘরিয়া স্কুল মাঠে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার ৪ নং পইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ মঈনুল হক আরিফের সমর্থনে ৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের (পাইকপাড়া, আটঘরিয়া) উদ্যোগে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। মোঃ আব্দুল হেকিমের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন নুর মিয়া, ছুরত আলী, পাখি মিয়া, হাজী আম্বর আলী, সিরাজ মেম্বার, দুলাল মিয়া, মরম আলী, শফিক আলী, ডেংগু মিয়া, আব্দুল হান্নান, ফয়জুর রহমান, নুর মোহাম্মদ মেম্বার, পরশ মিয়া, টেনু মিয়া, লুগুজ মিয়া, আব্দুল কাইয়ূম, ছালেক মিয়া, শাহজাহান মিয়া, ময়জুল হক, শামসু মিয়া প্রমুখ। হাজারো লোকের সমাবেশে পইল ইউনিয়নে সুশাসন প্রতিষ্ঠা ও সত্যিকারের উন্নয়নের স্বার্থে সৈয়দ মঈনুল হক আরিফকে আসন্ন নির্বাচনে জয়যুক্ত করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করা হয়।