প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া জাগ্রত সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। গত রবিবার সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচীর অংশ হিসেবে সকাল থেকে কোমলমতি তেঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শিশুকানন কিন্ডারগার্ডেন এর শিক্ষার্থী ও স্থানীয়দের নিয়ে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। বিকালে আলোচনা সভা ও বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। সংস্থার সভাপতি মোঃ শাহীন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন আবদাল এবং সুজন মিয়ার যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ রহমত আলী, প্রাক্তণ মেম্বার মোঃ তৈয়ব আলী, সাংবাদিক জাহেদ আলী মামুন, মোঃ ফারুক মিয়া, মোঃ আবু জাহির মনু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শফিক মিয়া, মোঃ আব্দুল আলী, মকসুদ আলী, মিলন মিয়া, মিজান মিয়া, কাওসার মিয়া, জালাল মিয়া, রুবেল মিয়া, তরজুল মিয়া, নজরুল মিয়া, উজ্জল মিয়া, ইসমাম, কামরুল ইসলাম, রিপন মিয়া ইদু, রাসেল মিয়া, জাকির হোসেন, কাজল মিয়া, কামরুল মিয়া, সাইফুল ইসলাম, রাজু মিয়া, তোফায়েল আহমেদ, লিটন মিয়া, নাসির হোসেন, রিপন মিয়া, গিয়াস উদ্দিন। আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে বিভিন্ন পুরষ্কার ও ট্রপি তুলে দেওয়া হয়।