স্টাফ রিপোর্টার \ চুনারুঘাট উপজেলার পারকুল গ্রামে প্রবাসী কুতুব উদ্দিন আহমেদ প্রায় ১০ বছর ধরে প্যারালাইসেস রোগে আক্রান্ত। তিনি এখন গৃহবন্ধি অবস্থায় জীবন যাপন করছেন। তবুও শত্র“রা পিছু ছাড়ছে না। একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন অসুস্থ কুতুব উদ্দিন ও তার পরিবারকে। উপজেলার পারকুল গ্রামের প্রবাসী কুতুব উদ্দিনের টাকা-পয়সা আত্মসাৎ ও সম্পত্তি গ্রাস করার জন্য উঠে পড়ে লেগেছে একই গ্রামের প্রভাবশালী অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য সিরাজ মিয়া, তার ভাই নানু মিয়া, জাহির মিয়া এবং তাদের প্রতিবেশী ইলহাক মিয়াসহ একদল ভ‚মিদস্যু। এ নিয়ে রাণীগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমানসহ স্থানীয় মরুব্বিদের বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে চলেন ভ‚মিখেকোরা। এমনই অভিযোগ করেন- কুতুব উদ্দিনের স্ত্রী নাজমা আক্তার। গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, তার স্বামী কুতুব উদ্দিন দীর্ঘ দিন প্রবাসে ছিলেন। তার উপার্জনের টাকা দিয়ে এলাকায় বেশ কিছু জমি ক্রয় করেন। লিজ নিয়ে ৫টি পুকুরে মাছ চাষ, জমিতে লেবু ও কাঠ গাছ রোপন করে সফলভাবে অগ্রসর হতে থাকেন। আর এইসবের উপর নজর পরে উলেখিতদের। তিনি বলেন, ২০০৬ সালে কুতুব উদ্দিন প্রবাসে থাকাকালিন সময়ে হৃদরোগে আক্রান্ত হন। তার শারীরীক অবস্থার অবনতি হলে ওই বছরই তিনি দেশে ফিরে আসেন। দিন দিন আরো অসুস্থ হতে থাকেন কুতুব উদ্দিন। এক পর্যায়ে তিনি প্যারালাইসেসে আক্রান্ত হয়ে গৃহবন্ধি হয়ে পড়েন।
স¤প্রতি উলেখিতরা কুতুব উদ্দিনের পুকুরের মাছ ও বাগানের গাছ কেটে নিয়ে যায়। এরই জের ধরে ২০১৩ সালে ১২ জানুয়ারী অসুস্থ কুতুব উদ্দিনের উপর তার উল্টো মামলা দায়ের করে। যা পুলিশ তদন্ত শেষে মিথ্যা প্রমাণিত হয়। একই বছরের ২৮ অক্টোবর সিরাজ মিয়ার বাড়িতে আশ্রিতা এক বৃদ্ধা হত্যাকান্ডের শিকার হন। এতে কুতুব উদ্দিনকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলাটিও পুলিশ তদন্ত করলে মিথ্যা বলে প্রমাণিত হয়। এদিকে, তাদের অত্যাচারে কুতুব উদ্দিন ও তার পরিবারে লোকজন শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দক্ষিণ বরচড় গ্রামে আশ্রয় নিয়েছেন। ২০১৪ সালে কুতুব উদ্দিনের বাড়ি ঘরে ডাকাতি করা হয়। পরে তারা চুনারুঘাট থানায় একটি অভিযোগ করলে পুলিশ প্রাথমিক তদন্তে সিরাজ মিয়া তার চাচাতো ভাই নানু মিয়া ও বাচ্চু মিয়াসহ বেশ কয়েকজন জড়িত বলে প্রমাণ পায়। পরে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এরই জের ধরে দুর্বৃত্তরা আবারো তাদেরকে হয়রানী করার জন্য গত ৪ ফেব্র“য়ারী চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি চুনারুঘাট থানায় তদন্তাধীন রয়েছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের প্রতি সংবাদ সম্মেলন থেকে অনুরোধ জানানো হয়।