প্রেস বিজ্ঞপ্তি \ বানিয়াচং উপজেলার বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হারুন মিয়া। এতে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন বি.এইচ.সি শিক্ষক হুমায়ুন কবির, সহকারী শিক্ষিকা সোনালী রাণী গোপ, উত্তম কুমার বিশ্বাস, কলেজ শাখার প্রভাষক মোঃ জামাল উদ্দিন, প্রভাষক মোশারফ হোসেন তালুকদার, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ফরিদ মিয়া, মোঃ জামাল মিয়া, পিটিএ কমিটির সভাপতি মোঃ মহিবুর রহমান। এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন পি.টি.এ কমিটির সদস্য তারা মিয়া, সিনিয়র সহকারী শিক্ষক হরিপদ দাশ, সহকারী শিক্ষিকা জ্যোৎস্না রাণী রায়, সহকারী শিক্ষক মানিক লাল দে, রুকুনুজ্জামান তারেক, সঞ্জিব দেব, ফাহিমা বেগম। উক্ত আলোচনা সভায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্কুল প্রাঙ্গনে একটি শহীদ মিনার নির্মানের জোর দাবী জানান। তাদের দাবীর প্রেক্ষিতে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হারুন মিয়া মাননীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান এর সাথে যোগাযোগ করে আগামী ২১শে ফেব্র“য়ারির আগেই শহীদ মিনার নির্মানের আশ্বাস দেন।