স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের রাজনগর মহিলা কলেজ এলাকার জননী কুরিয়ার সার্ভিস থেকে ১২ বস্তা নকল আকিজ বিড়ি উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানার একদল পুলিশ রাজনগর এলাকার কুরিয়ার সার্ভিসে অভিযান চালায়। এ সময় ওই কুরিয়ার সার্ভিস থেকে উলেখিত নকল আকিজ বিড়ি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুত্রে জানায়, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র বাজারে নকল বিক্রি সরবরাহ করছে। আর এ বিড়ি খেয়ে গ্রামগঞ্জের মানুষ বিভিন্নরোগে আক্রান্ত হচ্ছে। বিষয়টি হবিগঞ্জে আকিজ বিড়ির ডিলার সালা উদ্দিনের নজরে এলে তিনি সদর থানাকে অবগত করেন। তিনি হবিগঞ্জে নকল বিড়ি সরবরাহকারীদের ধরতে সোর্স নিযুক্ত করেন। কুষ্টিয়ার ভেড়ামারা থেকে এসব বিড়ি গতকাল ওই সময় কুরিয়ার সার্ভিসে এসে পৌছে। বিষয়টি জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালালে দুর্বৃত্তরা পালিয়ে যায়।