নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, মধ্য বাজারের ব্যবসায়ী শিবু পাল, শ্যামল পালের পিতা গুরু কুমার পাল জান্টুর শ্রাদ্ধানুষ্টান গতকাল রবিবার কানাইপুর নিজ বাসভবন অঞ্জলী নিকেতনে সম্পন্ন হয়েছে। শ্রাদ্ধানুষ্টানে হবিগঞ্জ ১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিলাহ, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নারায়ন রায়, সাবেক পৌর কাউন্সিলর যুবরাজ গোপ, মৃদুল কান্তি রায়, সুমন কুমার পাল, উত্তম কুমার রায়, এডঃ রাজীব কুমার দে তাপস, প্রভাষক জন্টু চন্দ্র রায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, রশময় শীল, প্রনব দেব, নীলকণ্ট দাশ সামন্ত নন্টী, নুরুল হক কামাল, নুরুল ইসলাম, সুশীতল রায়, আশোতোষ পাল, সমীর হালদার, সুব্রত কুমার দাশ, সজল কুমার দাশ, প্রজেশ রায় নিতন, সুজিত পাল, মোঃ রুবের মিয়া, শামীম আহমদ, অসিত বরন পাল, পবিত্র বনিক, ডাঃ অমলেন্দু সুত্রধর, আলী হাসান লিটন, রিপন দেব, দিলীপ গোপ, সজল চন্দ্র গোপ, সুশীল দাশ রায়, নয়নমনি সরকার, নয়ন দাশ, বৌদ্ধ গোপ, সজরুল ইসরাম, আব্দুল মতিন, বাবলু দাশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের মানুষ অংশগ্রহন করেন।