শায়েস্তাগঞ্জ প্রতিনিধি \ শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের পিতা হাজী আব্দুর রহমান আর নেই। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে নিজ বাড়ী কদমতলী গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি…..রাজিউন)। তিনি টিএন্ডটি হবিগঞ্জ কার্যালয়ের অবসরপ্রাপ্ত লাইনম্যান ছিলেন। গতকাল বিকাল ৩টায় কদমতলী গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাজায় উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ ছালেক মিয়া, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবিদুর রহমান, বতর্মান ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সানু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ইকবাল, সাবেক কাউন্সিলর হাজী আব্দুল মজিদ, মাওঃ আবদুস শহীদ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিব, পৌর যুবদলের সহ সভাপতি মোঃ আবদুল হাই, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামাদ মেম্বার, সাধারণ সম্পাদক বুলবুল খান, সাংবাদিক মিজানুর রহমান সুমন প্রমুখ।