স্টাফ রির্পোটার \ জাকঝমকভাবে উদ্বোধন হল মোতাচ্ছিরুল ইসলাম ক্রিকেট প্রিমীয়ার লীগ। গত রোববার বিকেলে হবিগঞ্জ জেকে এন্ড হাই স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে এ ক্রিকেট লীগের উদ্বোধন করেন, হবিগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মো. আবদুর রউফ। রফিকুল ইসলামের সভাপতিত্বে ও এনামুল হকের পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, হবিগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইনড্রাস্টির প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট অজয় বিক্রম শিবু, নির্বাহী সদস্য দুলাল সুত্রধর, হবিগঞ্জ মটর মালিক গ্র“পের সাধারণ সম্পাদক বাবু শংখ শুভ্র রায়, হবিগঞ্জ ছাত্রলীগ সভাপতি ডাঃ ইসতিয়াক চৌধুরী রাজ, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ, লন্ডন প্রবাসী আব্দুল মুকিত, তছনু বেগ প্রমুখ। লীগে মোট ১৬ টি দল অংশ নিবে।
প্রধান অতিথি বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদকের কবল থেকে দুর রাখে, সেই সাথে হবিগঞ্জ থেকেই অতিতের ন্যায় নাজমুলের মত জাতীয় দলে সুযোগ পেতে এবং ক্রিকেট খেলাকে আরো এগিয়ে নিতে হলে এধরণের ক্রিকেট লীগ বেশি করে আয়োজন করতে মোতাচ্ছিরুল ইসলামের মত অন্যদেরকেও এগিয়ে আসতে হবে।