এম কাউছার আহমেদ \ আজ রক্তে রাঙ্গানো একুশে ফেব্র“য়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙ্গালী জাতির ঐতিহ্য ও গৌরবের দিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলা দাবীতে ১৪৪ রাধা ভঙ্গ করে রাজ পথে নেমে আসে বাংলার ধামাল ছেলেরা। পুলিশের বুলেটের আঘাতে প্রাণ বির্সজন দেন সালাম, জব্বার, বরকত, রফিক, সফিকসহ নাম না জানা আরো অনেক বাঙ্গালী। বায়ান্নর মহান ভাষা আন্দোলন। রক্তে রাঙানোর ঐতিহাসিক দিনটি বাঙালি জাতি কোনো দিনই ভুলতে পারবে না। তা চোখ বুজেই বলে দেয়া যায়। স্মৃতিঘেরা এই দিনটির দিকে যদি আমরা পেছন ফিরে তাকাই তাহলে আমাদের চোখে ফুটে ওঠে প্রতিটি বছরের একুশে ফেব্র“য়ারীর ভোররাতের চিত্র। জেলা শহর নয়, উপজেলাগুলো এবং সেখান থেকে প্রতিটি ইউনিয়ন ও গ্রাম সর্বত্র একুশের প্রভাতফেরি নগ্নপদে অসংখ্য তরুণ, তরুণী, যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, সবাই ছুটে চলে নিজ নিজ এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবিগঞ্জের বৃন্দাবন কলেজে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ঢল নামে সব শ্রেণী পেশার মানুষের। ফুলে ফুলে বরে উঠে হবিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার।
গতকাল রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঅঞ্জলী অর্পন করা হয়।
হবিগঞ্জ প্রেসক্লাবের পুষ্পার্ঘ অর্পন
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করেছেন হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি আলহাজ্ব শামীম আহসান, মোঃ হারুনুর রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, নির্বাহী সদস্য রাসেল চৌধুরী, কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী প্রমুখ।
টিভি জার্নালিস্ট এসোসিয়শনের পুষ্পার্ঘ অর্পন
একুশের প্রথম প্রহরে বৃন্দাবন সরকারি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করছেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়শনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন টিভি জার্নালিস্ট এসোসিয়শনের সভাপতি রাসেল চৌধুরী, সহ-সভাপতি আবু সালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নুর উদ্দিন, কোষাধ্যক্ষ শাকিল চৌধুরী, সদস্য শাহ ফখরুজ্জামান, মোঃ ছানু মিয়া, সুরুজ আলী প্রমুখ।
জেলা সাংবাদিক ফোরামের পুষ্পার্ঘ অর্পন
একুশের প্রথম প্রহরে বৃন্দাবন সরকারি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করেছেন জেলা সাংবাদিক ফোরাম। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি শাহ মশিউর রহমান কামাল, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, সাবেক সভাপতি এম এ ওয়াহেদ, সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ নুর উদ্দিন, সদস্য শাকিল চৌধুরী, নুরুল হক কবীর, মোঃ ছানু মিয়া, মোঃ সুরুজ আলী, কাজী মিজানুর রহমান, আখলাছ আহমেদ প্রিয়, জাকারিয়া চৌধুরী, আজহারুল ইসলাম মুরাদ, এম আই সজীব, নিরঞ্জন গোস্বামী শুভ প্রমুখ।