এটিএম সালাম, নবীগঞ্জ থেকে \ নবীগঞ্জে কথিত গরু চুরির অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধকে প্রকাশ্য জনসম্মুখে লাঠি পেটানোর ঘটনায় ইউপি যুবলীগের সভাপতি জমশেদ আলী মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার নবীগঞ্জ থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। লাঠি পেটার শিকার বৃদ্ধ হলেন-গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের আবু বক্কর (৬০)। গত ১৫ ফেব্র“য়ারী সাতাইহাল খেলার মাঠে নিয়ে প্রকাশ্য জনসম্মুখে বৃদ্ধকে লাঠি পেটা করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাতাইহাল গ্রামের জনৈক ব্যক্তির গরু চুরি হয়। এ চুরির সাথে বৃদ্ধ আবু বক্কর জড়িত রয়েছেন মর্মে সন্দেহ করেন একই গ্রামের মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সভাপতি জমশেদ আলী। সন্দেহবশত: তিনি বৃদ্ধ আবু বক্করকে ১৪ ফেব্র“য়ারী রাতে বাড়ীতে ডেকে নিয়ে যান। তাকে সারা রাত আটক রাখা পর পরের দিন ১৫ ফেব্র“য়ারী দুপুরে স্থানীয় সাতাইহাল খেলার মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে আশপাশের গ্রামের অন্তত দুই শতাধিক মানুষের উপস্থিতিতে লাঠি দিয়ে বেধড়ক পিটুনী ও অমানুষিক নির্যাতন করেন বর্তমান মেম্বার জমশেদ আলী ও তার লোকজন। পরে বৃদ্ধের আত্মীয়স্বজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ মারপিটের দৃশ্যটি কে বা কারা মোবাইল ফোনে ধারণ করে। পরে ঘটনাটি সুচতুর মেম্বার ও স্থানীয় সমাজপতিরা চাপা দিয়ে রাখেন। এরই মধ্যে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মোবাইলে ধারণ করা মারপিটের দৃশ্যটি প্রকাশ পেলে এবং পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। এ নিয়ে সর্বত্র নিন্দার ঝড় উঠে। এ ব্যাপারে নির্যাতনের শিকার বৃদ্ধের মেয়ে রেখা বেগম বাদী হয়ে মেম্বারের নাম উলেখ করে অজ্ঞাত আরো ১০/১২জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার দুপুরে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় ফুলতলী বাজার থেকে মেম্বার জমশেদ আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।