এম এ আই সজিব \ শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের নুরপুর নামকস্থান থেকে ফয়সাল মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ কেজি গাঁজাসহ আটক করেছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও গুচ্ছগ্রামের মৃত আঞ্জব আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় মাদক ব্যবসায়ী ফয়সল গাঁজা পাচারের উদ্দেশ্যে মহাসড়কের নূরপুর নামকস্থানে বাসের জন্য অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এএসআই সামাদ ও এএসআই বুরহান উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ১০ প্যাকেট পলিথিন দিয়ে মোড়ানো গাঁজাসহ আটক করে। উদ্ধারকৃত গাঁজার পরিমান ১০ কেজি বলে পুলিশ জানায়।