প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও জাতীয় যুবসংহতির যৌথ উদ্যোগে এক কর্মীসভা গতকাল বিকেলে নবীগঞ্জ শহরের শেরপুর রোডের বাংলা টাউনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির আহŸায়ক শাহ আবুল খায়ের এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদ চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবল এলাকার সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু। উক্ত কর্মীসভায় উপজেলা জাতীয় পার্টি ও জাতীয় যুব সংহতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় দীর্ঘ আলোচনা শেষে উপজেলা যুবসংহতির নবগঠিত আহŸায়ক কমিটির ব্যাপারে উপজেলা জাতীয় পার্টির আহŸায়ক শাহ আবুল খায়েরকে আহŸায়ক করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া, জাতীয় পার্টি নেতা শেখ সামছুল ইসলাম, নুরুল হক তুহিন। উক্ত তদন্ত কমিটি উপজেলা যুবসংহতির আহŸায়ক নুরুল আমিন পাঠান (ফুল মিয়া) এর নেতৃত্বে গঠিত আহŸায়ক কমিটিতে সংগঠনের ত্যাগী নেতা-কর্মীগণ বাদ পড়ে থাকলে তাদের উক্ত কমিটিতে অর্š—ভুক্ত করণে ও যুবসংহতির গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডে লিপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য যুবসংহতির জেলা কমিটি বরাবরে সুপারিশ করবে।