স্টাফ রিপোর্টার \ গাড়িতে চড়ে শ্বশুর বাড়িতে যাবে। গ্রামের লোক আসবে দেখতে। শ্বশুর বাড়ির লোকজন গ্রহণ করবে বরণ-ডালা নিয়ে। শ্বশুর-শাশুড়ি-ননদ সবাই আপন করে নেবে। সুখের সংসার গড়ে তুলবে এ রকম কত স্বপ্ন নিয়ে বিয়ের পিড়িতে বসেছিল সুমা। কিন্তু যৌতুকলোভী স্বামী, শ্বশুর, ভাসুর নির্যাতন করবে তা কল্পনায় আসেনি সুমার। এদিকে প্রথম স্ত্রী সুমার অনুমতি ছাড়া বিয়ে করতে গিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী রিপন ও তার পিতা পুলিশের হাতে আটক হয়েছে।
জানা যায়, মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের অধির সূত্রধরের কন্যা সুমা রাণী সূত্রধরকে প্রায় ১৮ মাস পূর্বে হিন্দু রীতিনীতি অনুযায়ী বিয়ে দেয়া হয় লাখাই উপজেলার বামৈ গ্রামের হরি মোহন সূত্রধরের পুত্র রিপন সূত্রধরের সঙ্গে। বিয়ের পর স্বামী রিপন স্ত্রী সুমাকে ভালবাসার কমতি দেয়নি। আস্তে আস্তে বদলে যেতে থাকে রিপন। এক সময় বাবার বাড়ি থেকে টাকা এনে দেয়ার জন্য সুমার প্রতি অত্যাচার শুরু করে রিপন ও তার পরিবার। এরই মধ্যে তাদের সংসারজুড়ে এক কন্যা সন্তানের জন্ম হয়। সুমা মুখ বুজে সব অত্যাচার সহ্য করে। এদিকে দিন দিন রিপন সুমার প্রতি ক্ষিপ্ত হতে থাকে। কয়েক মাস আগে রিপন সুমাকে তার বাবার বাড়ি মাধবপুরের দুর্গাপুর গ্রামে পাঠিয়ে দেয়। এই সুযোগে রিপন ও তার পরিবারের লোকজন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাওয়া গ্রামে দ্বিতীয় বিয়ে ঠিক করে। এ খবর পেয়ে সুমা গত ১৭ ফেব্র“য়ারি মাধবপুর থানায় স্বামী রিপন, শ্বশুর হরিপদ ও ভাসুর সুমন সূত্রধরকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে মাধবপুর থানার উপ-পরিদর্শক এসআই আশিষ কুমার মৈত্র অভিযান চালিয়ে স্বামী রিপন সূত্রধর ও তার পিতা হরিপদ সূত্রধরকে গ্রেফতার করে।