শায়েস্তাগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাহ আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে এসআই সেলিম আহমেদ, এএসআই আব্দুল খালেকসহ একদল পুলিশ জংশন এলাকার দিঘীরপাড়ে অভিযান চালিয়ে শাহ আলম (২৫) কে গ্রেফতার করেন। পরে তাকে কারগারে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে থানার ওসি মোঃ ইয়াছিনুল হক বলেন- মাদক মামলায় এক বছরের সাজা হয়ে শাহ আলম পলাতক ছিল। শুধু তাই নয় তার বিরুদ্ধে থানায় আরো দুইটি মামলার ওয়ারেন্ট রয়েছে।