স্টাফ রিপোর্টার \ আজ শুক্রবার সকালে বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে ৪ শিশু হত্যার ঘটনাস্থল পরিদর্শনে আসছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট আমাতুর কিবরিয়া কেয়া চৌধুরীর আহবানে তিনি আসছেন বলে জানা গেছে। জেলা ইতোমধ্যে মন্ত্রীর সফর সূচি পাঠানো হয়েছে। সূচি অনুযায়ী সকাল ১১টায় প্রতিমন্ত্রী সুন্দ্রাটিকি গ্রামে উপস্থিত হয়ে নিহত শিশুদের পরিবারের সাথে স্বাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন, ঘটনাস্থল পরিদর্শন এবং প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে সার্বিক খোঁজ খবর ও প্রয়োজনীয় নির্দেমনা প্রদান করবেন।