স্টাফ রিপোর্টার \ মাধবপুর ও বাহুবলের পর এবার হবিগঞ্জ সদরে আনন্দ নামের এক মাদ্রাসা ছাত্র নিঁেখাজ হয়েছে।
এ ব্যাপারে ওই ছাত্রের পিতা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। জানা যায়, শহরতলীর গোবিন্দপুর গ্রামের আলকাছ মিয়ার পুত্র সাইফুর রহমান আনন্দ (১০) সুলতানশী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। গত ১৫ ফেব্র“য়ারি মাদ্রাসা ছুটির পর তার মামা মজনু মিয়ার বাড়ি চরহামুয়া বেড়াতে যায়। ১৬ ফেব্র“য়ারি মামার বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। এর পর থেকে আনন্দকে কোথায়ও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
এদিকে ডায়েরী পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, সে বাড়ি থেকে গানের অনুষ্টানে যাওয়ায় পরিবারের লোকজন তাকে গালমন্দ করে। এতে সে রাগ করে বাড়ি থেকে চলে যায়। তাকে উদ্ধার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।