প্রেস বিজ্ঞপ্তি \ সুন্দ্রাটিকির ঘটনায় হবিগঞ্জ শহরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন সংগঠন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সরকারি বৃন্দাবন কলেজ সংলগ্ন সড়কে তারুণ্য সোসাইটি মানববন্ধন করেছে। তারুণ্য সোসাইটির উপদেষ্টা শাহ রাজিব আহমেদ রিংগনের সভাপতিত্বে ও সাংস্কৃতি কর্মী শেখ ওসমান গনি রুমী এর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যাপক আব্দুল হাকিম, অধ্যাপক আবদুল হামিদ, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জামাল আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর জুনায়েদ আহমেদ, শাহ জাকারিয়া মোঃ শাহিন, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদলের আহŸায়ক রুবেল আহমেদ চৌধুরী, কলেজ ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজ আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সংগঠক শফিকুল ইসলাম, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আবদুল হাকিম, ছাত্র সমন্বয় পরিষদের সভাপতি সুলতান মাহমুদ, রেড ক্রিসেন্ট সোসাইটির জাকারিয়া রুবেল, জেলা ছাত্রলীগ নেতা মামুন আহমেদ, সারোয়ার আহমেদ, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক খলিলুর রহমান, কলেজ ছাত্র ইউনিয়নের আহ্বায়ক স্মরিন নওশীন দিনা, কলেজ উদীচী আহ্বায়ক দীপ্তি দিবা দাশ, সেইফটি ইউনিটির সাধারন সম্পাদক শাহরিয়ার শুভ, তারুণ্য সোসাইটির সম্মানিত সদস্য ফারজানা দিয়া, রাজ আহমেদ, আরিফিন আবদাল রিয়াদ, সৌরভ, রায়হান, মুর্শেদ, তাসমিন ইতি, নিশাত জুই, আবিদুর রহমান রাকিব, সায়েম চৌধুরী, টুটুল, আশরাফুল ইসলাম রাকিব, মাহবুবুর রহমান হাসান প্রমুখ।
বক্তারা আগামী ৭২ ঘন্টার মধ্যে সকল আসামীদের গ্রেফতারের আল্টিমেটাম দেন।
অপর দিকে গতকাল দুপুরে হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি হবিগঞ্জ জেলা শাখা। এসময় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির নেতা পিযুষ চক্রবর্তী, হাবিবুর রহমান, বাসদ নেতা নুরুল হুদা শিবলি, অ্যাডভোকেট জুনায়েদ মিয়া ও মাহমুদা খা।
অপর দিকে ৪টি শিশুকে হত্যা করে মাটি চাপা দিয়েছে মানুষ নামধারী কিছু নরপশু। এই হত্যাকরীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিশু কিশোর মেলা হবিগঞ্জ জেলার উদ্যোগে আজ দুপুর ১টায় হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিশু কিশোর মেলা হবিগঞ্জ জেলার সংগঠক আবুল ফয়েজের সভাপতিত্বে এবং তমাল দেবনাথের পরিচালনায় মানববন্ধন চলা কালে বক্তব্য রাখেন শিশু কিশোর মেলার সংগঠক সেকুল মিয়া, অম্লান দেবনাথ, ফয়সল।