প্রেস বিজ্ঞপ্তি \ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ সদর উপজেলার ৪নং পইল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মঈনুল হক আরিফের সমর্থনে ১নং ওয়ার্ডের (এড়ালিয়া, বারাপৈল) সর্বস্তরের জনগণের উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ১৭ ফেব্র“য়ারী বুধবার রাতে এড়ালিয়া প্রাইমারী স্কুল মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এড়ালিয়া গ্রামের বিশিষ্ট মুরুব্বী হারুনুর রশীদ শাহেদ। মুফতি ফজলুল হকের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাজী আইনুলাহ, হাজী আম্বর আলী, হাজী শাহাবুদ্দিন, হাজী আব্দুর রহীম, আব্দুস শহীদ, হেমেন্দ্র ঘোষ ও আব্দুর রাজ্জাক লন্ডনী, সিরাজ মেম্বার, আনছব আলী মেম্বার, মোঃ রমিজ, হায়দার আলী, ইসমাঈল মিয়া, মদন গোপ, কাদির মিয়া, মাশুক মিয়া, নানু মিয়া প্রমুখ। পইল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত এক হাজারেরও বেশি লোকের জমায়েতে বক্তাগণ বলেন, কিছু দুষ্কৃতিকারী ও দালাল শ্রেণীর মানুষের অনৈতিক কর্মকান্ডে ঐতিহ্যবাহী পইল গ্রামের সম্মান আজ ভূলুণ্ঠিত। তাই সৈয়দ মঈনুল হক আরিফকে নির্বাচিত করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও পইলের হারানো সম্মান পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করা হয়।