মখলিছ মিয়া, বানিয়াচং থেকে \ হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন, দেশ এখন উন্নয়নের দিকে অনেক এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশে পরিণত করতে সরকার বদ্ধ পরিকর। বছরের শুরুতে সারা দেশে শিক্ষার্থীদের হাতে বই তোলে দেয়া এই সরকারের আরও একটি বিরাট সাফল্য। তিনি গতকাল হবিগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে ও বানিয়াচং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় সরকারের সাফল্য অর্জন ও ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং সম্পৃক্ত করণের লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথাগুলো বলেন। বানিয়াচং উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত জেলা তথ্য অফিসের উচ্চমান কর্র্মকর্তা হাবীবুর রহমান এর সঞ্চালনায় ও বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশীর আহমেদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, জেলা ইউপি সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল আলম সিদ্দিকী, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, জেলা তথ্য অফিসার গিয়াস উদ্দিন।