কাজী মিজানুর রহমান \ হবিগঞ্জ শহরে শায়েস্তানগরে ব্যবসায়ীর টাকা ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারীকে আটক করেছে জনতা। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় অন্য ছিনতাইকারী পালিয়ে যায়। তবে তার স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে পিতা-পুত্রসহ আরো দুই জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। পুলিশ সুত্রে জানা যায়, শায়েস্তানগর এলাকায় ভাই ভাই ষ্টোরের মালিক পইল সড়কের বাসিন্দা রফিক মিয়া গতকাল ওই সময় বাসা থেকে ব্যাগে টাকা নিয়ে দোকানে আসেন। দোকানের সাটার খোলে ভেতরে প্রবেশ করার সময় একদল ছিনতাইকারী টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় রফিক মিয়ার চিৎকারে স্থানীয় লোকজন জাবেদ আলী (২০) নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে সদর থানায় সোপর্দ করে। সে মোহনপুর এলাকার জিলু মিয়ার পুত্র। পরে তার স্বীকারোক্তি মতে পুলিশ দুপুরে শহরের বিভিন স্থানে অভিযান চালিয়ে রাজনগর এলাকার আব্দুর রহমান (৪৫) ও তার পুত্র সুমন মিয়া (২০) কে আটক করে। এ ব্যাপারে ভাই ভাই ষ্টোর এন্ড হার্ডওয়ারের রফিক মিয়া বাদি হয়ে মামলা দায়ের করেছেন। তবে গতকাল রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ছিনতাই হওয়া টাকার ব্যাগ উদ্ধার হয়নি। এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতংক সৃষ্টি হয়েছে। ওসি নাজিম উদ্দিন জানান, টাকা উদ্ধারের চেষ্ঠা চলছে।